আইএস-কে কারা এবং মস্কোর কনসার্টে কেন হামলা চালালো?

ঘটনাস্থলে পড়ে আছে হামলাকারীদের ফেলে যাওয়া একটি রাইফেল

ছবির উৎস, EPA-EFE/REX/Shutterstock

ছবির ক্যাপশান,

ঘটনাস্থলে পড়ে আছে হামলাকারীদের ফেলে যাওয়া একটি রাইফেল

রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে এই হামলাটিকে গত ২০ বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় হামলা বলেই মনে করা হচ্ছে। যে হামলায় এখন পর্যন্ত ১৩৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলার পর দায় স্বীকার করেছে জঙ্গি-গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-কে।

কারা এই আইএস-কে? কেন তারা হঠাৎ করে রাশিয়ার একটি কনসার্ট হলে হামলা চালালো?

ইসলামিক স্টেট বা আইএস বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করছে আস্তে আস্তে। এই গোষ্ঠীটির বিভিন্ন শাখা রয়েছে যাদের বিভিন্ন নামে পরিচিতি রয়েছে।

রাশিয়ার মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার পরপরই এর দায় স্বীকার করে আইএস। তবে এই হামলায় আইএস’র কোন গোষ্ঠীটি জড়িত সেটি তারা নিশ্চিত করেনি।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...