আইএস নেতা আবু বকর আল-বাগদাদি সম্পর্কে তার স্ত্রী যা বললেন

উম্মে হুজাইফা ইরাকের এক কারাগারে বন্দি আছেন।
ছবির ক্যাপশান, উম্মে হুজাইফা ইরাকের এক কারাগারে বন্দি আছেন।

উম্মে হুজাইফা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রয়াত নেতা আবু বকর আল-বাগদাদির প্রথম স্ত্রী। যখন তাকে বিয়ে করেন আবু বকর আল-বাগদাদি, সে সময় সিরিয়া ও ইরাকের বিশাল এলাকায় আইএস-এর নিষ্ঠুর শাসনের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

এই মুহূর্তে ইরাকের এক জেলে বন্দি রয়েছেন উম্মে হুজাইফা। সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিচার চলছে।

জেলে থাকা অবস্থাতেই এক বিরল সাক্ষাৎকারে তার জীবনের কথা বিবিসিকে জানিয়েছেন।

সময়টা ২০১৪ সালের গ্রীষ্মকাল। স্বামী আবু বকর আল-বাগদাদির সাথে সিরিয়ার রাক্কায় বাস করছিলেন তিনি। ওই শহর ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এক চরমপন্থী সংগঠনের ‘মোস্ট ওয়ান্টেড’ নেতা হওয়ায় নিরাপত্তার কারণে ঘন ঘন বাসা বদল করতে হতো আবু বকর আল-বাগদাদিকে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...