সাংবাদিক এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টিভির প্রধান মোজাম্মেল
বাবু ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ওই দুইজনসহ মোট চারজনকে ধোবাউড়া সীমান্ত থেকে আটক করা হয়েছে।
ধোবাউড়া থানার ওসি মো. চান মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, তারা ময়মনসিংহের ধোবাউড়া
সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে।
বিবিসি বাংলাকে মি. মিয়া জানান, সোমবার ভোর
রাতের দিকে একটি
ভাড়া করা প্রাইভেট কারে চারজন ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
এসময় ধোবাউড়া সীমান্তের কাছে মাইজপাড়া এলাকায়
স্থানীয়রা তাদেরকে আটক করে, এবং ভোরে ছয়টার
দিকে পুলিশে খবর দেয়।
আটক অন্য দুজন হলেন একাত্তর
টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান এবং প্রাইভেট কারের চালক সেলিম।
ওসি চান মিয়া বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি অসংখ্য এলাকাবাসী
তাদেরকে ঘিরে ধরে আছে। পরে তারা নিজেরেই হেঁটে এসে আমাদের কাছে ধরা দেয়।”
আটকরা বর্তমানে ধোবাউড়া থানায় পুলিশি হেফাজতে রয়েছেন।
এ ঘটনায়
পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।
শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজ সম্পাদক
এবং মোজ্জাম্মেল বাবু সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড
বাংলাদেশের সভাপতি।