ইন্ডিয়ান অব দ্য ইয়ার’ হলেন সানিয়া মির্জা

নতুন সম্মাননায় ভূষিত হলেন কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জা। হলেন ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার’।

এনডিটিভির এ পুরস্কার হাতে ফেসবুকপোস্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন সানিয়া। ক্যাপশনে লিখেছেন, বছরের সেরা ভারতীয় নারীর সম্মান পেলাম।

সাধারণত বিশেষ অর্জনের জন্য দেশটির নারীদের এ পুরস্কার প্রদান করে থাকে এনডিটিভি। এ উদ্যোগের উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবান ভারতীয়দের সম্মানিত করা।

ইন্ডিয়াকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেন এবং সমাজের ভিত্তিকে মজবুত করতে ভূমিকা রাখেন এমন বিশিষ্ট রাজনৈতিক নেতা, ক্রীড়া ব্যক্তিত্ব এবং বিনোদনকারীদের দেওয়া হয় এনডিটিভির ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডস।

২০০৫ সাল থেকে দেওয়া হয় এ পুরস্কার। জাতির অগ্রগতিতে নিবেদিত ব্যক্তি ও সংস্থাকে সম্মান জানানোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এটি।

এ বছর সানিয়া মির্জার পাশাপাশি এতে ভূষিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, স্কোয়াড্রন লিডার নিকিতা মালহোত্রা, নয়না লাল কিদোয়াই, ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য, ইসরোর বিজ্ঞানীরা।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...