ইরান-ইসরায়েল: দুই দেশের দ্বন্দ্বের শুরু কবে থেকে?

ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে

ছবির উৎস, Manu Brabo / Getty

ছবির ক্যাপশান, ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছেই। এর মধ্যেই শুক্রবার ভোরে ইরানে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে এমন তথ্য জানিয়েছেন দু’জন মার্কিন কর্মকর্তা। এছাড়া সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা প্রদেশে হামলা চালানোর খবর পাওয়া গেছে।

ইরানের রাজধানী তেহরান থেকে ইস্ফাহান প্রদেশটির দূরত্ব সাড়ে তিনশো কিলোমিটার। সেখানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত। দেশটির অন্যতম বড় সামরিক বিমানঘাঁটিও রয়েছে প্রদেশটিতে।

এর আগে, গত ১৩ই এপ্রিল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর একটি শাখা ইরানি বিপ্লবী গার্ডের বরাত দিয়ে এমন তথ্যই জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

সেসময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন। সেখানে ইরানের হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমে জানানো হয়েছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...