ইসরায়েল-গাজা যুদ্ধ: আরো চার জিম্মির মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েল

চ্যাম পেরি এবং নাদভ পপলওয়েল

ছবির উৎস, FAMILY HANDOUT

ছবির ক্যাপশান, চ্যাম পেরি এবং নাদভ পপলওয়েলকে অপহরণ করা হয়

গাজায় আরো চারজন জিম্মি মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত বছরের ৭ই অক্টোবর হামাস তাদের অপহরণ করেছিল।

দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি অভিযানের সময় চারজন একসাথে মারা গিয়েছিল। হামাসের কাছে এখনও তাদের মরদেহ রয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।

নিহতরা হলেন ব্রিটিশ-ইসরায়েলি নাদভ পপলওয়েল (৫১), চ্যাম পেরি (৭৯), ইয়োরাম ম্যাটজার (৮০) এবং এমিরাম কুপার (৮৫)।

আইডিএফের মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, গোয়েন্দারা সাম্প্রতিক সপ্তাহে যেসব তথ্য পেয়েছে তাতে এই সিদ্ধান্তে পৌছানো গেছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...