ইয়েমেনে হুথিদের ওপর হামলার পর ইরানকে যুক্তরাষ্ট্রের ‘গোপন বার্তা’

শুক্রবার ইউকে-ইএস যৌথ হামলায় হুদাইদাহর ধ্বংসের চিত্র দেখা যাচ্ছে স্যাটেলাইটের ছবিতে

ছবির উৎস, MAXAR

ছবির ক্যাপশান,

শুক্রবারের হামলার পর হুদাইদাহর ধ্বংসের চিত্র দেখা যাচ্ছে স্যাটেলাইটের ছবিতে

ইয়েমেনে হুথিদের উপর দ্বিতীয় দফা হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন তারা ইরানকে হুথিদের ব্যাপারে একটা “গোপন বার্তা” পাঠিয়েছে।

“আমরা এটা একান্ত গোপনীয়তার সাথে পাঠিয়েছি এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা পুরোপুরি প্রস্তুত,” মি. বাইডেন এ ব্যাপারে আর বিস্তারিত কোনও তথ্য দেননি।

যুক্তরাষ্ট্র বলছে তাদের সর্বশেষ হামলা ছিল রাডার লক্ষ্য করে “আগের হামলারই পরবর্তী পদক্ষেপ।”

ইরান অবশ্য লোহিত সাগরে হুথিদের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *