এবার লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালালো ইসরায়েল, নিহত নয়

বিমান হামলার লক্ষ্যস্থল

ছবির উৎস, ANWAR AMRO/AFP via Getty Images

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিহতদের মধ্যে ইব্রাহিম আকিল নামে হেজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার রয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি’র খবরে বলা হয়েছে।

বৈরুতের দক্ষিণাংশে হেজবুল্লাহর ‘এলিট ইউনিট’ রাদওয়ান-এর সদস্যদের সাথে বৈঠক করছিলেন তিনি। হামলায় এই ইউনিটটির সদস্যরাও মারা গেছেন।

ইসরায়েল বলছে, তারা লেবাননে ‘টার্গেটেড স্ট্রাইক’ চালাচ্ছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...