কমালা হ্যারিস : মনোনয়ন পেলে ডোনাল্ড ট্রাম্পকে কতটা চ্যালেঞ্জে ফেলতে পারবেন?

কমালা হ্যারিস যদি দলের তরফে মনোনয়ন পান তাহলে প্রেসিডেন্ট পদের জন্য তার লড়াই হবে প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কমালা হ্যারিস যদি দলের তরফে মনোনয়ন পান তাহলে প্রেসিডেন্ট পদের জন্য তার লড়াই হবে প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের মনোনয়নের পথ একটু একটু করে প্রশস্ত হচ্ছে ।

গত রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। পরিবর্তে, তার উত্তরসূরি হওয়ার জন্য তিনি নাম প্রস্তাব করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের।

ডেমোক্র্যাটদের একাধিক শীর্ষস্থানীয় নেতার সমর্থন পেলেও এখনও আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদের জন্য লড়াইতে মনোনীত হননি মিজ হ্যারিস।

এখন তার দলের কাছ থেকে এই মনোনয়ন অর্জন করার বিষয়টা যদি সহজ হয়েও যায়, তাহলেও মিজ হ্যারিসের সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এখনও আসা বাকি।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...