কোটা বাতিলের দাবি : দীর্ঘমেয়াদি আন্দোলনের পথে শিক্ষার্থীরা

সোমবার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা
ছবির ক্যাপশান, সোমবার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে দীর্ঘ মেয়াদে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ মেয়াদের এই আন্দোলন সফল করতে সারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ৬৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে।

সোমবার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচির পর রাতে দাবি আদায়ে সরকারকে তিন দিনের আল্টিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

একই সাথে আগামী তিনদিন দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবেন তারা।

আগের দিনের মতো সোমবার দুপুরের পর থেকে রাজধানীর শাহবাগ-সহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এতে রাজধানীর ঢাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...