কোটা সংস্কার আন্দোলনকারীদের সরকার ‘প্রতিপক্ষ’ বানিয়েছে কেন?

কোটা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কোটা সংস্কার আন্দোলনে রাস্তায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে অনেকটা আকস্মিকভাবে। কোটা বিরোধীদের অবরোধের কারণে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলো কার্যত অচল হয়ে পড়ে।

সংঘাতে দেশের বিভিন্ন জায়গায় অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কোনো আন্দোলনকে কেন্দ্র করে একদিনে এতো জনের মৃত্যু ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি।

২০১৮ সালের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পর থেকে গত প্রায় ছয় বছরে এতো বড় আকারের বিক্ষোভের মুখোমুখি সরকার আর হয়নি।

বিবিসি বাংলায় আরও পড়ুন:
অবরোধ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিভিন্ন জায়গায় সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সরকার বিচলিত?

এই আন্দোলন সরকারকে ‘বিচলিত’ করেছে তাতে কোনো সন্দেহ নেই। পরিস্থিতি সামাল দিতে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...