গাজায় বন্দিদের সঙ্গে ছবিতে থাকা মেয়ে শিশুটির খোঁজে

বন্দিদের মধ্যে শিশু

ছবির উৎস, Suppliled

একগাদা লোকের ভিড়ে তাকে দেখতে পাওয়া মুশকিল। ভালো করে তাকালে ছবির বাম দিকে এক কোনায় চোখে পড়বে ছোট্ট এক শিশুর মুখ।

ছবিতে দেখা যায়, সৈনিকদের নির্দেশে পোশাক খুলে কেবল অন্তর্বাস পড়ে বসে আছেন বন্দিরা। বয়স্ক মানুষদেরও একই অবস্থায় রাখা হয়েছে। তারা মুখ তুলে তাকিয়ে আছেন ফটোগ্রাফারের দিকে।

ধারণা করা যায়, কোনো এক ইসরায়েলি সৈন্যই ছবিটি তুলছিল।

ছবিটি প্রথম প্রকাশিত হয় এক সাংবাদিকের টেলিগ্রাম অ্যাকাউন্টে। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এর ভেতরে শক্তিশালী যোগাযোগ রয়েছে সেই সাংবাদিকের।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...