গাজা সীমান্তে মার্কিন দুই জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

জুডিথ ও তার কন্যা নাটালিয়া রানান

ছবির উৎস, Family handout

ছবির ক্যাপশান,

জুডিথ ও তার কন্যা নাটালিয়া রানান

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস দুজন মার্কিন জিম্মিকে মুক্তি দিয়েছে, যাদের চলতি মাসে ইসরায়েলে হামলার সময় অপহরণ করা হয়েছিল।

ইসরায়েল খবরটি নিশ্চিত করে বলেছে, তারা গাজা সীমান্তে একজন মা জুডিথ ও তার কন্যা নাটালিয়া রানানকে গ্রহণ করেছে।

হামাস বলেছে এ দুজনকে ‘মানবিক কারণে’ ছেড়ে দেয়া হয়েছে।

গত সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে গিয়ে হামাসের বন্দুকধারীরা ১৪০০ মানুষকে হত্যা করে এবং আর ২০০ মানুষকে জিম্মি করে নিয়ে যায়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *