
চলন্ত ট্রেনে ঝুলে টিকটক। ছবি-সংগৃহীত
চলন্ত ট্রেনে ঝুলে টিকটক ভিডিও করতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল এক কিশোর।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।
ওই কিশোরের টিকটক ভিডিও নিজের টুইটারে শেয়ার করে সতর্ক করেছেন ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
তিনি লিখেছেন, চলন্ত ট্রেনে স্টান্ট দেখানো কোনো বাহাদুরির ব্যাপার নয়।
ভিডিওটিতে দেখা গেছে, একটি চলন্ত ট্রেনের সিঁড়িতে ঝুলছে এক কিশোর। ট্রেনের ভেতর থেকে সেই দৃশ্য ভিডিও করছে কেউ একজন। জানালা থেকে মুখ বাড়িয়ে তা দেখছেন অন্য যাত্রীরা।
ঝুলতে ঝুলতে রেললাইনের পাশে পাথরের স্তূপে পা ছোঁয়ানোর চেষ্টা করছে। হঠাৎ হাত ফসকে নিচে পড়ে যায় সে।
ভিডিও দেখে এক মুহূর্তের জন্য মনে হবে কিশোরের মাথাটাই বোধহয় চাকার নিচে চলে গেল। কিন্তু না। শেষ পর্যন্ত রক্ষা হয়েছে তার।