চীনের সঙ্গে চুক্তি করেই মালদ্বীপের ঘোষণা : ‘ভারতীয় সেনা একজনও নয়’

মালদ্বীপে দশই মে-এর পর কোনও ভারতীয় সেনা থাকবে না জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

মালদ্বীপে ১০ই মে-এর পর কোনও ভারতীয় সেনা থাকবে না জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ

মালদ্বীপে ১০ই মে-র পর কোনও ভারতীয় সেনা থাকবে না, তা সে উর্দি পরেই হোক বা সাদা পোশাকে – স্পষ্টভাবে এ কথা জানিয়ে দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ।

এক সপ্তাহ আগেই মালদ্বীপে তিনটি বিমান চালনা প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণের জন্য একটি টেকনিক্যাল টিম পাঠিয়েছিল ভারত। ঠিক তার পরপরই এই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মুইজ।

দ্বিপাক্ষিক সমঝোতা অনুযায়ী আগামী ১০ই মে-র মধ্যে মালদ্বীপ ছাড়ার কথা ভারতীয় সেনাদের, যার প্রথম দফা শুরু হবে আগামী ১০ই মার্চ থেকে।

স্থানীয় একটি নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মালদ্বীপের আইধাফুশি শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট মুইজ বলেন, তার সরকার ভারতীয় সেনাদের দেশ থেকে সরাতে সক্ষম হয়েছে। তাই গুজব ছড়ানো কিছু মানুষ পরিস্থিতিকে বিকৃত করে উপস্থাপন করছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...