যশোরের চৌগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে ।
এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী , সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান হামিদ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, শওকত আলী, সরকারী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন , উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজ রহমান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌসী খাতুন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী রিয়াসাধ ইনতিয়াজ, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষচন্দ্র চক্রবর্তী, সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।