ছাত্র আন্দোলনে আহতের আক্ষেপ: চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন অনেকে, পাননি সহায়তা

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের অনেকেই বলছেন, চিকিৎসার অভাবে এবং আর্থিক সংকটে তারা আছেন দুর্বিষহ অবস্থায়।
ছবির ক্যাপশান, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের অনেকেই বলছেন, চিকিৎসার অভাবে এবং আর্থিক সংকটে তারা আছেন দুর্বিষহ অবস্থায়।

গত ১৯শে জুলাই ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে আহত হন কলেজ শিক্ষার্থী রাইসুল রহমান রাতুল। সেদিন কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি।

দিনটি ছিল শুক্রবার। আন্দোলনের এক পর্যায়ে দুপুরে মসজিদে যান জুমার নামাজ পড়তে। নামাজ শেষে বের হতেই পড়ে যান পুলিশের সামনে।

রাতুল বলছিলেন,“পুলিশ হয়তো আমাকে আগে থেকেই টার্গেট করেছিলো। কারণ সেদিন সকাল থেকেই আমি আহতদের ফার্স্ট এইড দিয়ে সাহায্য করছিলাম। তো মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন পুলিশ এসে আমাকে ধরে ফেলে। আমার কোমরের বেল্ট ধইরা বলতেছে, সাইডে চলো, তোমার সঙ্গে কথা আছে।”

তবে ঝুঁকি বুঝতে পেরে রাইসুল যেতে চাননি। ফলে সেখানেই তাকে ‘গুলি করা হয়’।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...