জওহরলাল নেহরুকে মালা পরিয়ে সমাজচ্যুত হন যে আদিবাসী নারী

ছয়ই ডিসেম্বর, ১৯৫৯।  ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আদিবাসী কিশোরী বুধনি মেঝানকে দিয়ে উদ্বোধন করাচ্ছেন পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্রের

ছবির উৎস, THE PRIME MINISTERS MUSEUM AND LIBRARY SOCIETY

ছবির ক্যাপশান,

ছয়ই ডিসেম্বর, ১৯৫৯। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আদিবাসী কিশোরী বুধনি মেঝানকে দিয়ে উদ্বোধন করাচ্ছেন পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্রের

প্রায় ৮০ বছর বয়সে, গত মাসে মারা গেলেন বুধনি মেঝান। খুব বেশি মানুষ তাকে মনে রাখেন নি। তিনি যে বেঁচে আছেন না মারা গেছেন, সেটাই বা ক’জন জানতেন?

একটি বিখ্যাত জাতীয় ইংরেজি দৈনিক তো সেই ২০১২ সালেই তাকে মৃত বলে খবর দিয়ে ফেলেছিল।

আবার গত ১৭ই নভেম্বর মৃত্যুর পরে তাকে নিয়ে লেখা হতে শুরু করল, যে তিনি ছিলেন ‘নেহরুর প্রথম আদিবাসী স্ত্রী’।

এই অপমানজনক তকমাটা মিসেস মেঝান অবশ্য বয়ে বেড়িয়েছেন গত ৬৪ বছর ধরেই।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *