ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আগুনে ২ কৃষকের গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে দগ্ধ হয়েছে ৩ টি গরু। এর মধ্যে দগ্ধ ১ টি গরু মারা গেছে । শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদকর্মী মফিজ মিয়া জানায়, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ওই গ্রামের কৃষক কুদ্দুস শেখের গোয়ালঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে তা তার ভাই নিউটন শেখের গোয়ালেও ছড়িয়ে পড়ে। টের পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই পুড়ে মারা যায় কৃষক কুদ্দুস শেখের ১ টি গরু। পুড়ে দগ্ধ হয় আরও ২ টি গরু। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয় কৃষক কুদ্দুস শেখ। আহত কৃষকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আগুনে ওই দুই কৃষকের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।