ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নরসুন্দর ও ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

las

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার (২৬) নামে এক নরসুন্দর ও ট্রাকের ধাক্কায় লিটন হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
রোববার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহের সুন্দরপুর স্টেশনের অদুরে প্রকাশ কুমান (২৬) নামে এক নরসুন্দর ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। রাতে খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামি গোয়ালন্দ ট্রেনে কাটা পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে রেল পুলিশ তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। নিহত প্রকাশ কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের দেবেন বিশ^াসের ছেলে। সে কালীগঞ্জ উপজেলার কালুকালি গ্রামের মামা বাড়ি থাকে এবং তালেশ^র বাজারে নরসুন্দরের কাজ করতো। স্থানীয়দের ধারনা নিহত ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারে। জনবল সংকটে সুন্দরপুর রেলষ্টেশন বন্ধ রয়েছে।

পাশ^বর্তী মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার মশিয়ার রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পওয়ার পর যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা বলতে পারেননি মাস্টার মশিয়ার রহমান।
অপরদিকে সোমবার ভোরে আসলাম হোসেন লিটন নামের এক মোটরসাইকেল চালক বারোবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হয়। নিহত লিটন কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আসলাম হোসেন লিটন নামের ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...