ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক যুবক আটক

ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যসায়ী রাজিদুল ইসলাম রাজ (২৫) নামের এক
যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত রাজিদুল ইসলাম রাজ
চুয়াডাঙ্গা জেলার দৌলতদিয়াড় গ্রামের ছোয়াদ আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মঙ্গলবার সকালে
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে অবস্থান
নেয়। পরে সদর উপজেলার সাধুহাটি এলাকাতে জেলা গোয়েন্দা শাখার এসআই
তাপস মন্ডলের নেতৃত্বে পুলিশের চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা
হয়।

সেসময় অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যসায়ী
রাজিদুল ইসলাম রাজকে আটক করে। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪০
হাজার টাকা। সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকালে
আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...