ঝিনাইদহে ৩ টি আসনে নৌকা, ১ টিতে স্বতন্ত্র বিজয়ী

কিছু বিছিন্ন ঘটনার মধ্যে দিয়ে অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪ টি সংসদীয় আসনে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ফলাফলে ঝিনাইদহের ৩ টি আসনে নৌকা, ১ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন, ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ আব্দুল হাই। তিনি পেয়েছে ৯৫ হাজার ৬শ ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ৭৯ হাজার ৭’শ ২৮ ভোট।

ঝিনাইদহ-২ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল ১ লাখ ৩৬ হাজার ৭’শ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী সমি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।

ঝিনাইদহ-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে মোঃ সালাহ উদ্দিন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মোঃ শফিকুল আজম খাঁন চঞ্চল পেয়েছেন ৬৪ হাজার ৯’শ ৯ ভোট।
ঝিনাইদহ-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম (আনার) ৯৫ হাজার ৯’শ ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মোঃ আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ৯৪।
এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  বিশ্বকাপ ক্রিকেট : মুম্বাইতে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *