টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪: নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়ের তিনটি ‘টার্নিং পয়েন্ট’

বাংলাদেশ নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইট পর্বে খেলা একরম নিশ্চিত করেছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশ নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইট পর্বে খেলা একরম নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইট পর্বে খেলা একরম নিশ্চিত করেছে।

এখন বাংলাদেশ শুধু নেপালকে হারাতে পারলেই পরের রাউন্ডে উত্তীর্ণ হয়ে যাবে।

বাংলাদেশের এই জয়ে এই গ্রুপ থেকে শ্রীলঙ্কার বাদ পড়া নিশ্চিত, এখন বাকি আছে নেদারল্যান্ডস ও নেপাল।

নেদারল্যান্ডসের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, নেপালের বাকি দুটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...