ডিম নিলামে তুলে সোয়া দু’লাখ টাকা সংগ্রহ করল কাশ্মীরের মসজিদ

এই ডিমটিই নিলামে তুলে সওয়া দুই লাখ ভারতীয় টাকা সংগ্রহ করেছে মসজিদ কমিটি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, এই ডিমটিই নিলামে তুলে সোয়া দুই লাখ ভারতীয় টাকা সংগ্রহ করেছে মসজিদ কমিটি

এটা সোনার ডিম নয়, বাজার থেকে মাত্র ছয় টাকায় কেনা সাধারণ একটা মুরগির ডিম। সেই ডিমটাই নিলামে চড়ানো হয়েছিল। আর তার দাম উঠেছে সোয়া দুই লাখ ভারতীয় টাকা।

এই ঘটনা ভারত শাসিত কাশ্মীরের।

মাত্র ছয় ভারতীয় টাকা দামের ডিমটার এত দাম কী করে হলো? কেনই বা নিলামে চড়ানো হয়েছিল একটা ডিম?

কাহিনীর শুরু সোপোর জেলার মাল মাপানপুরা গ্রামের একটি মসজিদ থেকে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...