ডেঙ্গুতে চ্যাম্পিয়ন হওয়ার দায় স্বাস্থ্যমন্ত্রী-মেয়রদের নিতে হবে

স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের নেতারা বলেছেন, বর্তমানে বিশ্বের ১২৬ দেশের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী বাংলাদেশে। ডেঙ্গুতে চ্যাম্পিয়ন হওয়ার দায় স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রকে নিতে হবে।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধনে সংগঠনটির প্রধান সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ‘গত ২৪ বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সব রেকর্ড ছাড়িয়েছে এবার। ইতোমধ্যে তা এক লাখ ৪৫ হাজার ৩৫৫ জন ছাড়িয়েছে। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, মৃত্যুর হারও সর্বোচ্চ। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭১৬ জন মারা গেছেন।’

তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বের ১২৬ দেশের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী বাংলাদেশে। ডেঙ্গুতে চ্যাম্পিয়ন হওয়ার দায় স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রকে এবং নিতে হবে।’

সিটি করপোরেশন ও প্রশাসনকে উদ্দেশ করে নাজমুল হাসান বলেন, ‘ডেঙ্গু যখন মহামারি আকার ধারণ করেছে, তখন মন্ত্রী-মেয়ররা কী করেছেন? তাদের পক্ষ থেকে যথাযথ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। মাঝেমধ্যে ফগ মেশিন দিয়ে ধোঁয়া ছাড়া হয়েছে। সে মেশিনে মূলত কেরোসিন ছাড়া কোনও মেডিসিন থাকে না। আমাদের দাবি, কীটতত্ববীদদের পরামর্শক্রমে ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা গ্রহণ করা হোক।’

মানববন্ধনে আরও ছিলেন– স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের সদস্য মো. সালমান, আরাফাত হোসেন, আফতাব মাহমুদ, কাওসার হোসেন, নেওয়াজ বাপ্পী, মুনিরা প্রমুখ।

source: bangla tribune

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  ইসরায়েল-গাজা যুদ্ধ: বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী জিম্মি এবং ফিলিস্তিনিদের প্রথম দল দুটি মুক্তি পেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *