ডোনাল্ড লু-র ঢাকা সফর : আওয়ামী লীগ ও বিএনপিতে এত আলোচনা কেন?

দুই দিনের সফরে বাংলাদেশে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

ছবির উৎস, US EMBASSY, DHAKA

ছবির ক্যাপশান, দুই দিনের সফরে বাংলাদেশে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র মন্ত্রণালয়) বলছে, এই সফরে মি. লু বাংলাদেশের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি-সহ আরও অনেকের সঙ্গে জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে আলোচনা করবেন।

তবে এই সফরে কোনও রাজনৈতিক দলের সাথে তার বৈঠকের কোনও কর্মসূচি নেই। কিন্তু তারপরও ডোনাল্ড লু-র এই সফরকে ঘিরে রাজনৈতিক আলোচনা চলছে গত কয়েকদিন ধরেই।

মি. লু-র এই সফর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যও দিচ্ছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।

গত শনিবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “লু আসছে, তাই বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে। আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে।”

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...