ড. ইউনূস নিরপরাধ হলে আদালতে প্রমাণ করে দেখাক: গ্রামীণ ব্যাংক

অধ্যাপক ইউনূস এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অধ্যাপক ইউনূস এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে

মিথ্যা মামলা দিয়ে হেনস্তা করার যে অভিযোগ নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস করেছেন, সেটি সত্য নয় বলে দাবি করেছে গ্রামীণ ব্যাংক। গণমাধ্যমে দেওয়া অধ্যাপক ইউনূসের বক্তব্যের প্রতিবাদে সোমবার আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

সেখানে গ্রামীণ ব্যাংক দাবি করেছে যে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই তারা অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

“আমরা যে অভিযোগ দুদকের কাছে দিয়েছি, সেটির একটি শব্দও বানোয়াট নয়। সবকিছু দালিলিক প্রমাণের মাধ্যমে উপস্থাপন করেছি,” সংবাদ সম্মেলনে বলেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আখতার।

ঢাকার উচ্চ আদালত প্রাঙ্গণে ওই সংবাদ সম্মেলনে মি. আখতার আরও বলেছেন যে, অধ্যাপক ইউনূসের সঙ্গে গ্রামীণ ব্যাংক বা এর পরিচালনা পর্ষদের ব্যক্তিগত কোনও বিরোধ নেই।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...