ঢালাও মামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কী?

রাজধানীর বিভিন্ন থানায় করা মামলাতেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাজধানীর বিভিন্ন থানায় করা মামলাতেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।

শেখ হাসিনা সরকার পতনের পর থেকে রাজধানীর বিভিন্ন থানায় ও আদালতে যেসব হত্যা মামলা হয়েছে তাতে নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ঢালাওভাবে কয়েকশ জনকে আসামি করার বিষয়টি নিয়ে এরই মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানবাধিকার কর্মীরা ও সরকারের কর্মকর্তারাও একে ‘ঢালাও মামলা’ বলে বর্ণনা করছেন।

এরকম অনেক মামলায় মানবাধিকার কর্মী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতাকর্মীসহ নামে-বেনামে অনেককে আসামি করা হয়েছে।

এরকম মামলায় সরকারও বিব্রতকর অবস্থায় পড়েছে বলে তাদের নানা বক্তব্যে বেরিয়ে এসেছে, যদিও এ ধরনের মামলা বন্ধে জোরালো পদক্ষেপ দেখা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু নিহতের ঘটনায় করা এসব মামলায় কোন কোন ক্ষেত্রে দেখা গেছে বাদীরাও জানেন না আসামি হচ্ছে কারা। অনেক ক্ষেত্রে আইনজীবীরা বা পুলিশ মামলা সাজিয়ে দিচ্ছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...