তাইওয়ানকে ঘিরে ফেলে চীনের সামরিক মহড়া কী বার্তা দিচ্ছে?

তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া

তাইওয়ানের চারদিকের আকাশে ও সমুদ্রে চীনের সামরিক মহড়া দেওয়ার আজ (শুক্রবার) ছিল দ্বিতীয় দিন এবং সর্বশেষ এই মহড়াগুলো থেকে বোঝা গেছে যে কীভাবে চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) জাহাজ ও বিমান দিয়ে দ্বীপটিকে চারদিক থেকে ঘিরে রাখতে চাইছে।

বেইজিং কীভাবে এই দ্বীপটির দখল নেওয়ার পরিকল্পনা করছে, এটি তার একটি অনুশীলন মাত্র। কারণ তারা বহুবারই এটিকে বাস্তবায়ন করার হুমকি দিয়েছে।

তাইওয়ান প্রণালীতে চীন ইতোমধ্যে একটি ‘নিউ নর্মাল’ বা ‘নতুন স্বাভাবিকতা’ স্থাপন করেছে। স্ব-শাসিত এই দ্বীপটিতে চীন ক্রমাগত খুব ধীরে ধীরে সামরিক চাপ বাড়াচ্ছে।

তাহলে তাদের এবারের সামরিক মহড়া আলাদা কোথায় এবং এটি আমাদের কী বার্তা দিচ্ছে?

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...