তাপস, আতিকসহ ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ

ঢাকার দুই
সিটিসহ দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি
করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সোমবার
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা উত্তর ও
দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়।

এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩’র ক অনুযায়ী ওইসব সিটি কর্পোরেশনের মেয়রদেরকে
নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়েছে।

একই সময় ওই
১২ সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে ১২ জন প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে
ঢাকার দুই সিটি কর্পোরেশনের ও নারায়ণগঞ্জের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে স্থানীয় সরকার
মন্ত্রণালয়ের তিনজন অতিরিক্ত সচিবকে।

কুমিল্লা
সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির
মহাপরিচালককে। এছাড়া চট্টগ্রাম,খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটির মেয়র
পদে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে স্ব স্ব বিভাগের বিভাগীয় কমিশনারদের।

প্রজ্ঞাপনে
বলা হয়, সিটি কর্পোরেশনের আইনের ২৫ (ক) এর
উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে প্রশাসক পদে নিয়োগ
দেয়া হয়েছে।

দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করলো সরকার
ছবির ক্যাপশান, দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করলো সরকার

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...