দুর্নীতির টাকায় নিউইয়র্কে বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বরুদ্ধে

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত সুখবাতার ব্যাটবোল্ড মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত সুখবাতার ব্যাটবোল্ড মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখবাতার বাটবোল্ড দুর্নীতির টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে দু’টি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ।

তদন্তকারীরা এখন নিউ ইয়র্কের ম্যানহাটনের মিডটাউনে অবস্থিত সেই বিশাল সম্পত্তি জব্দ করতে চাইছেন, যার বাজারমূল্য প্রায় এক কোটি ৪০ লাখ ডলার।

অভিযুক্ত সুখবাতার বাটবোল্ড ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তার পরিবার-নিয়ন্ত্রিত ফার্ম বড় এক খনির চুক্তি পাওয়ার পর তিনি ফ্ল্যাট দু’টি কিনেছিলেন।

খনি মঙ্গোলিয়ার মূল শিল্প।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...