নারায়ণগঞ্জের ‘মহতী সাধুসঙ্গ ও লালন মেলা’: হেফাজতের আপত্তির মুখে বন্ধ হয়ে গেল

আয়োজনের পর অনুমতি না পাওয়ায় লালন মেলা বন্ধ করতে বাধ্য হয় আয়োজকরা

ছবির উৎস, FAKIR SHAHAJALAL

ছবির ক্যাপশান, আয়োজনের পর অনুমতি না পাওয়ায় লালন মেলা বন্ধ করতে বাধ্য হয় আয়োজকরা

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম ও স্থানীয় মুসল্লিদের আপত্তিতে বন্ধ হয়ে গেছে লালন ‘মহতী সাধুসঙ্গ ও লালন মেলা’ নামের একটি অনুষ্ঠান। শুক্রবার ও শনিবার এই অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত জেলা প্রশাসনের অনুমতি না থাকায় এই মেলা বন্ধ হয়ে যায়।

মেলায় অংশ নিতে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গা থেকে লালন ভক্তরা এই মেলায় অংশ নিতে আসলেও শেষ পর্যন্ত সবাইকে ফিরে যেতে হয়েছে।

গত প্রায় দশ বছর ধরে নিয়মিত এই মেলা ও অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে বলে বিবিসি বাংলাকে জানান আয়োজক ফকির শাহজালাল।

মি. শাহজালাল বিবিসি বাংলাকে বলেন, “হেফাজত ও এলাকার মুসল্লি কারণে এমন একটা সাধারণ অনুষ্ঠান আজ বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধই না, এ নিয়ে আমিও আছি হুমকির মধ্যে”।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...