নিষ্ক্রিয় পুলিশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কতদিন সময় লাগবে?

আগের মতো রাস্তায় পুলিশকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না বলে অনেকেই অভিযোগ করছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আগের মতো রাস্তায় পুলিশকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না বলে অনেকেই অভিযোগ করছেন

শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে এক মাসেরও বেশি হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশ কাজে ফিরলেও তাদের তৎপরতা খুব একটা দেখা যাচ্ছে না। যে কারণে রাজধানীসহ সারাদেশে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে।

গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হামলা, মাজার ভাঙা কিংবা বিভিন্ন সংঘাতেরও খবর পাওয়া যাচ্ছে।

সর্বশেষ শুক্রবার রাতে গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা মারা গেছে।

একই রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশকে চোরাগোপ্তা হামলা করে আহত করার মতো ঘটনাও ঘটেছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...