পত্রিকা (১৪ই জুলাই): ‘ঢাকার দুই মেয়রের ওয়াদার ভরাডুবি’

পত্রিকা

ঢাকার জলাবদ্ধতা নিয়ে সমকালের প্রধান শিরোনাম, ‘ঢাকার দুই মেয়রের ওয়াদার ভরাডুবি’।

প্রতিবেদনে বলা হচ্ছে, ঝুম বৃষ্টি হলেও ঢাকার সড়ক অলিগলিতে পানি ঢুকবে না, ঢাকার দুই মেয়র এমন স্বপ্ন দেখালেও গেল শুক্রবারের বৃষ্টিতে পুরো ঢাকা কম বেশি তলিয়ে যায়।

নগরজুড়ে ছিল কোথাও হাটু পানি, কোথাও কোমর কিংবা বুক পানি। এর আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকার প্রায় একই হাল হয়েছিল।

বৃষ্টি থামার ৩৬ ঘণ্টা পরও ঢাকার শান্তিনগর, নিউমার্কেট, বংশাল, মিরপুর ১১, আরামবাগসহ বিভিন্ন এলাকা পানিতে থই থই করতে দেখা গিয়েছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...