পত্রিকা (২৩শে জুন): ‘দুদকের মুখোমুখি হচ্ছেন না বেনজীর’

সংবাদপত্র

দুদকের মুখোমুখি হচ্ছেন না বেনজীর” কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার শিরোনাম। খবরে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে মুখোমুখি হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রবিবার দিন ধার্য রয়েছে।

তবে দ্বিতীয় দফায়ও তিনি দুদকের তলবে হাজির হচ্ছেন না। প্রথম দফায় সময়ের আবেদন করলেও দ্বিতীয় দফায় তিনি সময়ের আবেদন করেননি।

দুদকের আইনে সময় চেয়ে দ্বিতীয়বার আবেদনের সুযোগ নেই। এমন পরিস্থিতিতে শিগগিরই তাঁর ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হবে। এক্ষেত্রে সম্পদ বিবরণী দাখিল না করলে একাধিক মামলা হবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান বলেন, বেনজীর আহমেদ জিজ্ঞাসাবাদে না এলে তাঁকে আর জিজ্ঞাসাবাদের জন্য সময় দেয়া হবে না।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

আরো পড়তে পারেন:  ইরানের চারপাশে যুক্তরাষ্ট্রের ৪৫ হাজার সেনা
ইমরান খানের দলের ১০ সংসদ সদস্যের জামিন
/ সব খবর
Loading...