প্রার্থিতা বাতিলের শঙ্কায় অনেক প্রার্থী -দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম এটি। বিস্তারিত খবরে বলা হয় আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের মাত্রা প্রতিদিনই বাড়ছে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সহিংসতাও।
সতর্কবার্তা, ভৎসর্না, শোকজ, মামলা – এমনকি কারাদণ্ড দিয়েও থামানো যাচ্ছে না প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। বিষয়টি নিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছে নির্বাচন কমিশন।
তাই আচরণবিধি ভাঙার শাস্তি হিসেবে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।
এই আহ্বানের পক্ষে আগামী সপ্তাহ থেকে টানা এক সপ্তাহের হরতাল-অবরোধের কর্মসূচিতে যাচ্ছে দলগুলো। এবারের কর্মসূচিতে হরতাল-অবরোধের পাশাপাশি ভিন্ন নামে একই ধরনের কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।
সম্প্রতি বিএনপির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সূত্রে জানা গেছে, ১ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ভোট বর্জনের কর্মসূচিতে হরতাল-অবরোধই থাকছে।
এরপর নির্বাচন বাতিলের দাবিতে কর্মসূচি শুরু হবে। পুরো জানুয়ারি মাসের প্রতি সপ্তাহে কয়েক দিন বিরতি দিয়ে হরতাল-অবরোধের কর্মসূচি চলতে পারে।
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নতুন কর্মসূচির মধ্যে আছে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ। এর আগে গতকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি পালন করে দলটি।
কর্মসূচি পালনকালে গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা চারটি বাসে আগুন দেয়। এর মধ্যে ঢাকায় তিনটি ও কুমিল্লায় একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আজ সোমবার বড়দিন উপলক্ষে কোনো কর্মসূচি রাখেনি দলটি।
EC to start sending ballots to dists today – অর্থাৎ আজ থেকে জেলাগুলোতে ব্যালট পাঠানো শুরু করছে নির্বাচন কমিশন। নিউ এজের এই খবরে বলা হয় প্রথম দিন ব্যালট পেপার, পোস্টাল ব্যালট, এ সংক্রান্ত ফর্ম, স্টাম্প প্যাড পাঠানো হবে ১৩টি জেলায়।
ময়মনসিংহে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন প্রতি দুই ঘণ্টা পরপর ভোট প্রদানের হার ঘোষণা করা হবে। আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেদিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে ইসি।
নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় – যুগান্তরের খবর। বলা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) পাঁচ সদস্যের একটি কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশে এসে পৌঁছেছে।
আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য আইআরআই ও এনডিআইয়ের ১২ সদস্যের কারিগরি প্রতিনিধি দল ঢাকায় আসার কথা। তাদের অন্যতম এ পাঁচজন বিশ্লেষক।
স্থানীয় সময় শনিবার আইআরআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সদস্যের কারিগরি প্রতিনিধি দলটি বাংলাদেশে ছয় থেকে আট সপ্তাহ অবস্থান করবে।
বলা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময়কার ব্যয় মেটাতে নির্বাচন কমিশনের কাছে ১ হাজার ২২৫ কোটি ৬২ লাখ টাকা চেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।
যা পাঁচ বছর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট খরচের প্রায় দ্বিগুণ। আর আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ব্যয়ের অর্ধেকের বেশি। বিশাল বাজেটের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২২৭৬ কোটি ২২ লাখ টাকা। এই নির্বাচন অনুষ্ঠানে ব্যয়ের নতুন রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে।
তবে বিরোধী দলবিহীন নির্বাচনে আইনশৃঙ্খলা ও অন্যান্য খাতে এত টাকা খরচ হওয়া উচিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১৮ সালের নির্বাচনে যেখানে ৭০০ কোটি টাকা ব্যয় হয়েছিল সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু আইনশৃঙ্খলা খাতেই ১২২৫ কোটি টাকার বিশাল ব্যয় নিয়ে প্রশ্ন তুলছে তারা।
খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি – সমকালের খবর। এতে বলা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের আহবান জানিয়েছে বিএনপি।
গতকাল রোববার এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহবান জানান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবক প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। গত শনিবার খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করা যুবকটিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
শ্রম আদালতে রাত পর্যন্ত শুনানি – ড. ইউনূসের বিরুদ্ধে মামলা নিয়ে নয়া দিগন্তের শিরোনাম এটি। তারা লিখেছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় রায় ঘোষণা জন্য আগামী পহেলা জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
এই মামলায় খালাস চেয়েছেন তাদের আইনজীবী। তবে মামলার বাদিপক্ষ শাস্তি চেয়েছে।
গতকাল রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে রাত ৮টা ১৫ মিনিটে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করা হয়।
শেষ দিনের যুক্তি উপস্থাপনে গতকাল রোববার বেলা ১১টা ৩০ থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত আদালতে প্রায় ৯ ঘণ্টা বসে ছিলেন ড. ইউনূসসহ অপর আসামিরা।
ডলারের দাম কাগজে-কলমে এক, বাস্তবে আরেক – প্রথম আলোর শিরোনাম। বাংলাদেশে সব ব্যাংকের নথিপত্রে আমদানিতে ডলারের সর্বোচ্চ দর ১১০ টাকা।
তবে বাস্তবে ডলারের দাম আরেক। বিশেষ করে প্রভাবশালীদের কাছে রাখা হচ্ছে এক দাম এবং অন্যদের কাছে আরেকটা। এতে কোন কোন ক্ষেত্রে দাম ১২৮ টাকা পর্যন্ত উঠছে।
অন্যান্য খবর
একদিনের ব্যবধানে দুই দফায় বাড়লো আলুর দাম – দৈনিক সংবাদের শিরোনাম। বিস্তারিত বলা হচ্ছে বাজারে নতুন আলু উঠলেও তা দামে প্রভাব ফেলতে পারেনি। খুচরা ও পাইকারি উভয় বাজারেই কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম। মানভেদে আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
এর আগে আলুর দাম বৃদ্ধির প্রেক্ষাপটে প্রথমে সরকার আলুর দাম বেঁধে দেয়। কিন্তু সেই দাম কার্যকর না হওয়ায় আলু আমদানির অনুমতি দেয় সরকার।
আজ ২৫শে ডিসেম্বর বড়দিন, এ নিয়ে প্রথম পাতায় খবর ছেপেছে সব কয়টি জাতীয় পত্রিকা। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শিরোনাম Christmas today বলা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব সারা বিশ্বের মতো দেশজুড়েও পালন করা হবে।
আর সমকালের শিরোনাম – ক্রিসমাস ট্রি’র আলোয় শান্তির বারতা। আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। সারাবিশ্বের মতো বাংলাদেশেও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা প্রার্থনা, আচার ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়িয়ে বড়দিনের আমেজ বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলে।