পত্রিকা (২৬শে জুন): ‘ঝুঁকিতে রিজার্ভ, আইএমএফের প্রতিবেদনে উদ্বেগজনক চিত্র’

পত্রিকা

সংস্থাটির মতে, বাংলাদেশের নিট রিজার্ভ এক হাজার ৪৭৯ কোটি ডলার, যা দিয়ে এক দশমিক আট মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব এবং মোট রিজার্ভ দিয়ে দুই দশমিক তিন মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

অথচ কোন দেশের রিজার্ভকে নিরাপদ মাত্রায় রাখতে হলে কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয়ের সমান রাখতে হয়। সে ক্ষেত্রে বাংলাদেশের রিজার্ভ বেশ কম বা ঝুঁকিপূর্ণ অবস্থায় নেমে এসেছে।

মোট ও নিট রিজার্ভ তিন মাসের আমদানি ব্যয়ের সমান করতে হলে অপেক্ষা করতে হবে আরো দুই থেকে তিন বছর।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...