পত্রিকা (২৬ এপ্রিল): ‘বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন পাঁচ ও ভারত নয়ে’

সংবাদপত্র

এতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতির আকার অনুযায়ী যে পরিমাণ বিদেশি বিনিয়োগ বা এফডিআই আসার কথা ততটা আসছে না। এফডিআই বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এরপরও গত অর্থবছর আগের বছরের চেয়ে বিনিয়োগ এসেছে কম।

প্রতিবেদনে বলা হচ্ছে, গত ২৭ বছরের যে হিসাব পাওয় যায় তাতে দেখা যাচ্ছে বাংলাদেশে বিনিয়োগে সবচেয়ে এগিয়ে যুক্তরাজ্য। এরপরই আছে যুক্তরাষ্ট্র।

আর তালিকায় উদীয়মান পরাশক্তি চীন রয়েছে পাঁচে ও ভারত রয়েছে নয় নম্বরে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...