পত্রিকা (৭ই ডিসেম্বর): ‘সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া সয়াবিন বোতল’

পত্রিকা

ইত্তেফাকের প্রধান শিরোনাম, ‘সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া সয়াবিন বোতল’

প্রতিবেদনে বলা হচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডের এক থেকে দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে রীতিমতো উধাও হয়ে গেছে। ক্রেতারা যে দুই-একটি বোতল পাচ্ছেন, তারও দাম রাখা হচ্ছে বেশি।

শুক্রবার ঢাকার কাওরান বাজার, মহাখালী, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে এ চিত্র দেখা গিয়েছে।

বাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ভোজ্য তেল পরিশোধন কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না। যতোটুকু আসছে তা চাহিদার তুলনায় খুবই কম।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...