পত্রিকা (৭ই নভেম্বর): ‘বাংলাদেশের দুশ্চিন্তা নেই বললেও রয়েছে শঙ্কা’

পত্রিকা

সমকালের প্রথম পাতার খবর, ‘বাংলাদেশের দুশ্চিন্তা নেই বললেও রয়েছে শঙ্কা’। এ খবরে মূলত মার্কিন নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের জয়ে বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে – সে বিষয়ে বিশ্লেষকদের মতামত তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকদের দাবি এই ফলাফলে বাংলাদেশের দুশ্চিন্তার কিছু নেই। তারা মনে করেন, যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু একটি দলের ওপর নির্ভর করে না; বাণিজ্যিক, কৌশলগত, ভূরাজনৈতিকসহ অনেক বিষয় এখানে রয়েছে।

তবে কূটনীতিকদের মতে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বর্তমানে যে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে তাতে মার্কিন সহায়তার যে প্রতিশ্রুতি রয়েছে তার ওপরেও প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে বুধবার দূতাবাসের আয়োজিত নির্বাচন পর্যবেক্ষণের বিশেষ আয়োজনে বাংলাদেশের তরুন নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...