পম্পেই: প্রাচীন নগরীতে পাওয়া গেছে বিস্ময়কর শিল্পকর্ম

গ্রিক পৌরাণিক গল্পকে তুলে ধরা দ্যা ফ্রেসকস
ছবির ক্যাপশান, গ্রিক পৌরাণিক গল্পকে তুলে ধরা ‘দ্যা ফ্রেসকস’

উনআশি খ্রিষ্টাব্দে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে মাটির নিচে চলে যাওয়া প্রাচীন রোমান শহর পম্পেইতে নতুন করে খননকার্য করে বিস্ময়কর কিছু শিল্পকর্ম আবিষ্কার করা হয়েছে।

প্রত্নতত্ত্ববিদরা বলছেন প্রাচীন এই সাইটের ধ্বংসাবশেষ থেকে যে সকল নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে বেশ ভালো অবস্থায় আছে এসব ‘ফ্রেসকো’ (নগরীর ঘরবাড়ির দেয়ালে আকা প্রাচীন চিত্রকর্ম)।

একটি বড় ব্যাংকুয়েট হলের উঁচু কালো দেয়ালে আঁকা হয়েছে হেলেন অব ট্রয়ের মতো পৌরাণিক গ্রিক চরিত্র।

কক্ষটির ফ্লোর মোজাইক দিয়ে প্রায় শেষ করা অবস্থায় ছিল যেখানে দশ লাখের বেশি সাদা টাইলস বসানো হয়েছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...