ফোনে আড়ি পাতা, নজরদারি থেকে বের হয়ে আসার কী উপায়?

ফোনে নজরদারির বিষয়টি ২০০১ সাল থেকে থাকলেও গত দেড় দশকে এর অপব্যবহার নিয়ে উদ্বেগের জায়গা বেড়েছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ফোনে নজরদারির বিষয়টি ২০০১ সাল থেকে থাকলেও গত দেড় দশকে এর অপব্যবহার নিয়ে উদ্বেগের জায়গা বেড়েছে

গত দেড় দশকের আওয়ামী লীগ শাসনামলে মোবাইল ফোনে আড়ি পাতা বিষয়টি নিয়ে উদ্বেগ সামনে এসেছে বেশ অনেকবার। বড় আলোচনার জায়গা ছিল সরকারি পর্যায়ে এমন তথ্য প্রযুক্তির কেনাকাটা নিয়ে যেগুলো নজরদারির জন্য ব্যবহার করা হয়।

এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও আলোচনা হচ্ছে যে আগের মতো আড়ি পাতা ঠেকানো, বাকস্বাধীনতা এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রক্ষা করা কিভাবে সম্ভব হবে? সেসব প্রযুক্তির অপব্যবহার কীভাবে ঠেকানো হবে?

এ নিয়ে ২৪শে আগস্ট একটি নাগরিক সংলাপের আয়োজনও করা হয়, যেখানে প্রায় সবাই পুরো ব্যবস্থাটি নিয়ে খোলামেলাভাবে সমালোচনা করেন।

সেক্ষেত্রে ‘নতুন বাংলাদেশের’ প্রেক্ষাপটে দুই ধরনের মতের প্রাধান্য দেখা গেছে। কেউ মনে করছেন সেসব সংস্থা এসব কাজে নিয়োজিত ছিল তাদের পুরোপুরি বিলুপ্ত করতে হবে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...