বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দেয়া নিয়ে যেসব বিতর্ক উঠে আসছে

বাংলা একাডেমি প্রাঙ্গণ

ছবির উৎস, BANGLA ACADEMY

ছবির ক্যাপশান,

বাংলা একাডেমি প্রাঙ্গণ

বছর দশেক আগে পাওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের চেক ফেরত পাঠিয়েছেন বাংলাদেশি সাহিত্যিক জাকির তালুকদার। এরপর থেকে এ ঘটনার পক্ষে-বিপক্ষে আলোচনা ডালপালা মেলেছে সামাজিক মাধ্যমে। সাহিত্য পুরস্কার এবং একাডেমির সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

সাহিত্য পুরস্কার ছাড়াও আরও অন্তত নয়টি পুরস্কার দেয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এসব পুরস্কারের উদ্দেশ্য, প্রদানের প্রক্রিয়া সম্পর্কে রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা।

তবে, সাহিত্যিকদের কেউ কেউ মনে করেন সাহিত্য পুরস্কারের মনোনয়ন অগণতান্ত্রিক ও আমলাতান্ত্রিক।

নীতিমালা থেকে যা জানা যাচ্ছে

১৯৫৫ সালে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে গবেষণা ও প্রকাশনার লক্ষ্যে যাত্রা শুরু হয় একাডেমির। ১৯৬০ সাল থেকে প্রবর্তন করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...