‘বায়ারের শর্ত’ : যেভাবে দেখছেন বাংলাদেশের পোশাক মালিকরা

বাংলাদেশের গার্মেন্টস শিল্প বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

বাংলাদেশের গার্মেন্টস শিল্প বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস

বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের রপ্তানির ক্ষেত্রে একজন উৎপাদনকারীর ঋণপত্রে সম্প্রতি একজন বায়ারের ‘শর্ত’ দেয়া নিয়ে বেশ আলোচনা চলছে।

সেখানে শর্ত হিসেবে বলা হয়েছে, “জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোন দেশ, এলাকা, বা পক্ষের সাথে কোন লেনদেন আমরা করবো না। নিষেধাজ্ঞার কারণগুলোর জন্য কোন বিলম্ব, নন-পারফরমেন্স বা তথ্য প্রকাশের বিষয়ে আমরা দায়ী নই।”

পোশাক-শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, এই শর্ত একজন মাত্র উৎপাদকের এলসিতে দেয়া হয়েছে। এটা বাংলাদেশের পুরো পোশাক শিল্পের উপর দেয়া কোন নিষেধাজ্ঞা নয় এবং নিষেধাজ্ঞার সাথে এর কোন সংশ্লিষ্টতাও নেই।

বিজিএমই এর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, তারা মনে করছেন, এটা আসলে উদ্দেশ্যপ্রণোদিত এবং একই সাথে এটাকে বড় করে দেখার কোন অবকাশ নেই।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *