জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানে
মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে ২০ জনকে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন টিমের করা এক আবেদনে এ আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
আগামী ১৮ই নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল
হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মণি, শেখ
হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, আরেক উপদেষ্টা তৌফিক
ই এলাহী, সাবেক বিমান মন্ত্রী ফারুক খান, সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক,
জুনায়েদ আহমেদ পলক।
আরও রয়েছেন রাশেদ খান মেনন,
হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল
আহসান, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদেশের পর এক ব্রিফিং এ বলেন, “ঠাণ্ডা মাথায় নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করাই হয় নি, মারা যাওয়ার পরে লাশ পুড়িয়ে ফেলা, দাফন করতে না দেয়া, গুম করাসহ আরও যত আন্তর্জাতিক আইনানুযায়ী অমানবিক কাজ আছে তা তারা করেছে”।
এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ
আল মামুনসহ আরও ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল।
এর মধ্যে গ্রেফতার ছয়জনকে ২০শে নভেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
তারা হলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান, আব্দুল্লাহিল কাফি, আরাফাত হোসেন, মাজহারুল ইসলাম, আবুল হাসান।
রাষ্ট্রপক্ষের পৃথক দুই আবেদনের
পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল
এ পরোয়ানা জারি করেছেন।