বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে আদালতে ড. ইউনূসকে ঘিরে দিনভর নাটকীয়তা

ড. ইউনূস
ছবির ক্যাপশান,

মহানগর দায়রা জজ আদালতে অর্থপাচার মামলায় জামিন আবেদন করতে যান অধ্যাপক ইউনূস

বাংলাদেশের নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জামিনকে ঘিরে রোববার সারাদিনই আদালতে বিদেশি কূটনীতিকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

সকাল থেকেই অধ্যাপক ইউনূসের দুটি মামলার কার্যক্রম পর্যবেক্ষণে শ্রম আপিল ট্রাইব্যুনাল ও মহানগর দায়রা জজ আদালতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ইউরোপীয় ইউনিয়নের চারজন প্রতিনিধিকে শ্রম আপিল ট্রাইব্যুনালে দেখা যায় এ দিন। এজলাসে বসে জামিন আবেদনের শুনানি পর্যবেক্ষণ করতে দেখা যায় তাদের। তবে গণমাধ্যমের সাথে কোনও কথা বলেননি তারা।

এরপর দুপুরেও বিচারিক আদালতে অর্থপাচার মামলায় ড. ইউনূস-সহ সাতজনের জামিন আবেদনের শুনানিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের দুইজন প্রতিনিধি এজলাসে উপস্থিত ছিলেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...