বিবিসি বাংলা লাইভ- ইউনূস-ব্লিঙ্কেন বৈঠক, সাকিবকে নিরাপত্তা দিতে পারবে না বিসিবি

পিটিআইয়ের তথ্য যাচাই বিভাগের টুইট

ছবির উৎস, PTI

ছবির ক্যাপশান, পিটিআইয়ের তথ্য যাচাই বিভাগের টুইট

ভারতের মহারাষ্ট্রে হাজার হাজার মুসলমান মিছিল করে মুম্বাইয়ের দিকে
এগোচ্ছেন বলে যেসব খবর এবং ভিডিও সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, সেগুলো ভুয়া বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

একটি ভিডিও ইস্ট তিমোরের, আরেকটি
ভিডিও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে মুম্বাইতে ভারতীয় দলকে নিয়ে যে বিশাল র‍্যালি
হয়েছিল, তার অংশ।

সেগুলিকেই মুসলমানদের মিছিলের ভিডিও বলে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

বিবিসি মারাঠি বিভাগ জানাচ্ছে, ইসলামের নবীকে নিয়ে ১৬ই অগাস্ট
যে অশালীন মন্তব্য করেছিলেন একজন হিন্দু ধর্মগুরু, তার বিরুদ্ধে মুসলমানদের একটা
মিছিল মুম্বাইয়ের দিকে এসেছিল তিনদিন আগে।

হাজার খানেক মানুষ ও অনেক গাড়ির ওই বহর
মুম্বাইয়ের প্রবেশদ্বার বলে পরিচিত মুলুন্দ টোল প্লাজায় আটকে দেয় পুলিশ।

সেখানে
তারা প্রশাসনের হাতে নিজেদের দাবি সম্বলিত চিঠি দিয়ে ফিরে যান।

এআইএমআইএম দলের প্রাক্তন সংসদ
সদস্য ইমতিয়াজ জলিল ওই মিছিলের প্রধান সংগঠক ছিলেন।

ইসলামের নবীকে নিয়ে অশালীন মন্তব্য করার জন্য রামগিরি মহারাজ নামে ওই ধর্মগুরুর
বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

এরই মধ্যে একজন বিজেপি নেতা নীতেশ রাণেও
একাধিকবার মুসলমানদের উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন। তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের
করেছেন মুসলমানরা।

তবে কাউকেই এখনো গ্রেফতার করা হয় নি।

এদিকে, মুম্বাইয়ের যে মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সংবাদ সংস্থা
পিটিআইয়ের ‘ফ্যাক্ট-চেক’ বিভাগ জানাচ্ছে ভিডিওটি ইস্ট তিমোরে পোপ ফ্রান্সিসের
উপস্থিতিতে একটি জমায়েতের।

মহারাষ্ট্রের মিছিলের সঙ্গে তার কোনও সম্পর্কই নেই।

পিটিআই জানিয়েছে, সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওর ‘রিভার্স সার্চ’ করে
তারা জানতে পেরেছে, সেটি ইস্ট তিমোরে বিশাল একটি জমায়েতের ভিডিও।

পোপ
ফ্রান্সিসের সফরকালে সেখানে তার সামনে হাজির হয়েছিল ওই জনতা। সেই ভিডিও আবার ‘নাইজেরিয়ান ক্যাথলিকস’
নামের একটি ফেসবুক পেজে ১২ই সেপ্টেম্বর পোস্ট করা হয়।

এছাড়া, একটি সেতুর ওপর দিয়ে জনসমুদ্র দেখা যাচ্ছে, এরকম ভিডিওটি হল
চৌঠা জুলাই মুম্বাইয়ের মেরিন ড্রাইভে ভারতীয় ক্রিকেট দলের জন্য যে বিজয় মিছিল
বেরিয়েছিল, সেখানকার।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...