বিবিসি বাংলা লাইভ: বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, আগরতলা অভিমূখে লংমার্চ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন

বাংলাদেশের চারটি কাগুজে নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেয়া
হয়েছে।

বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নতুন ডিজাইনে শেখ মুজিবর রহমানের ছবি বাদ দেয়া হতে পারে।

তবে শেখ মুজিবের ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত
রয়েছে সেগুলো চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী
পরিচালক হুসনে আরা শিখা।

আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আসতে পারে বলে
জানিয়েছেন তিনি।

মিস শিখা বসেন, “নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত
হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর ছবি বাদ যাবে কিনা এমন কোন কথা বলা হয়নি। ডিজাইনের
বিষয়টি খুবই কনফিডেন্সিয়াল।”

বলা হচ্ছে সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে। আপাতত ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর কথা রয়েছে। পর্যায়ক্রমে
অন্য সব টাকার নোটের ডিজাইনে পরিবর্তন আনা হতে পারে।

বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা
পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। ধাতব
মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে।

এর আগে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯শে
সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ
ব্যাংককে অনুরোধ করে।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, “বাংলাদেশ ব্যাংকের কারেন্সি
অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট
প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।”

নতুন নোটগুলোয় জুলাই অগাস্ট আন্দোলনের গ্রাফিতি থাকতে পারে
বলে জানা গিয়েছে। তবে এ বিষয়ে কোন কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানায়নি।

মূলত সরকার পতনের পর গত ৮ই আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার
দায়িত্ব নেয়ার পর বাজারে নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়।

শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকা।
ছবির ক্যাপশান, শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকা।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...