বিবিসি লাইভ- ভারমন্টে ভোট গ্রহণের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু, গুম কমিশনে ১৬০০ অভিযোগ, সবচেয়ে বেশি র‍্যাবের বিরুদ্ধে

সরকার গঠিত গুম কমিশনে জমা পড়েছে ১৬০০ অভিযোগ (প্রতীকী ছবি)

ছবির উৎস, Munir Uz Zaman

ছবির ক্যাপশান, সরকার গঠিত গুম কমিশনে জমা পড়েছে ১৬০০ অভিযোগ (প্রতীকী ছবি)

আয়নাঘরের চেয়েও ভয়াবহ বন্দিশালার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে গুম
সংক্রান্ত কমিশন অফ ইকনকোয়ারি।

সকালে রাজধানীর গুলশানে জাতীয় গুম কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে
সংস্থাটি জানায় ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই অগাষ্ট পর্যন্ত হওয়া ১
হাজার ছয়শো গুমের ঘটনার সন্ধান তারা পেয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গুম সংক্রান্ত কমিশন ঢাকাসহ সারাদেশের ৮টি গোপন বন্দিশালা
পরিদর্শন করেছে।

সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, ১,৬০০ অভিযোগের মধ্যে কমিশন ইতোমধ্যে ৪০০টি অভিযোগ পর্যালোচনা করেছে এবং ১৪০
জনের সঙ্গে কথা বলেছে। বেশিরভাগ অভিযোগেই দেখা গেছে, গ্রেপ্তারের
পর আসামিকে আদালতে যথাসময়ে হাজির করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি জানান, গুম বিষয়ে এখন সবচেয়ে বেশি ১৭২টি অভিযোগ পাওয়া গেছে র‍্যাবের বিরুদ্ধে।
এছাড়া ডিবির বিরুদ্ধে ৫৫টি, পুলিশের কাউন্টার টেরোরিজম
অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বা সিটিটিসি বিরুদ্ধে ৩৭টি, ডিজিএফআইয়ের বিরুদ্ধে ২৬টি ও পুলিশের বিরুদ্ধে ২৫টি অভিযোগ জমা পড়েছে।

এছাড়া অন্যান্য সংস্থার মাধ্যমে ৬৮টি গুমের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গুম
কমিশন।

মি. চৌধুরী জানান, জাতীয় স্বার্থ কিংবা জনস্বার্থের পরিবর্তে অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা
বাহিনীকে ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে এবং রাজনৈতিক
উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে গুম কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, আমরা এখন পর্যন্ত
যেটা জেনেছি আয়নাঘরের চেয়েও নিকৃষ্টতম সেল বা বন্দিশালা আমাদের কাছাকাছি জায়গাতে
ছিল। আমরা সেগুলো পরিদর্শন করেছি। দেখতে পেয়েছি। কত নিষ্ঠুরভাবে যে মানুষকে রাখা
হয়েছে সে সব তথ্যও আমরা পেয়েছি।

গুমের
সঙ্গে দেশি-বিদেশি কারা সম্পৃক্ত তা খুঁজে দেখা হচ্ছে বলেও জানান এই কমিশন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...