শুক্রবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন ও মিছিল করতে দেখা গেছে। বেশ কিছু স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে, খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য ও সিলেটে একজন কর্মজীবী নিহত হয়েছেন। এদিকে, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া ৭৮ এইচএসসি পরীক্ষার্থী দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছে।